ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ঈদে যাত্রী চাপ বাড়লেও মহাসড়কে নেই যানজট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ২৬ জুন ২০২৩ | আপডেট: ১৩:১১, ২৬ জুন ২০২৩

ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও সড়কে নেই যানজট। তবে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।

সোমবার সকাল থেকেই যাত্রীদের চাপ বেড়েছে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। যানজট না থাকলেও রয়েছে গাড়ির সংকট। এ সুযোগে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা।

অনেকে গণপরিবহন না পেয়ে ছুটছেন বিকল্প উপায়ে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ ৪ লেন মহাসড়কের কাজ সিংহভাগ সম্পন্ন হওয়ায় নির্বিঘ্নে চলাচল করছে সব ধরনের যানবাহন।

সাভার, আশুলিয়া, বাইপেল, চন্দ্রা এলাকায় গাড়ির চাপ থাকলেও কোন যানজট নেই। এদিকে দৌলতদিয়া -পাটুরিয়া ঘাটে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। শত শত গরুবাহী ট্রাক পাড় হলেও তেমন কোন দুর্ভোগ পোহাতে হচ্ছে না যাত্রীদের।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি